স্বেচ্ছাসেবকলীগ নেতাকে পুলিশ কর্তৃক শিবিরকর্মি বানিয়ে আদালতে প্রেরণের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ

বগুড়া শহর স্বেচ্ছাসেবকলীগের অন্যতম নেতা নাইমকে অন্যায় ভাবে পুলিশ কর্তৃক গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতি প্রদান করা হয়েছে। বিবৃতিতে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন গত বুধবার রাতে বগুড়া উপশহর পুলিশ ফাড়িঁর ইনচার্জ নাইমকে মধ্যে রাতে তার বাসা থেকে গ্রেফতার করে। সে নিজেকে স্বেচ্ছাসেবকলীগ নেতা পরিচয় দিলেও পুলিশ তাকে জামাত-শিবিরের একটি নাশকতা মামলায় আদালতে প্রেরণ করে। শুধু তাই নয় স্থানীয় যুবদল ক্যাডার ইলিয়াস ওরফে বাবুনিকে বাদী করে নাইমসহ ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আকাশ সাংগঠনিক সম্পাদক পলাশসহ অত্র ওয়ার্ডের ৬জন নেতাকর্মিকে আসামী করে একটি মামলা রেকর্ড করা হয়। নেতৃবৃন্দ বলেন, স্বেচ্ছাসেবকলীগের পরিক্ষীত নেতাকর্মিদের জামাত-শিবির কর্মি বানিয়ে পুলিশ কতৃর্ক আদালতে প্রেরণের ঘটনা অমানবিক, অন্যায়, অবিচার । বিবৃতিতে অবিলম্বে নাইম এর নিঃশর্ত মুক্তি ও ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মিদের নামে যুবদল ক্যাডার কর্তৃক দায়ের কৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে বলেন, নইলে সংগঠনের পক্ষ থেকে আন্দোলন কর্মসূচি ঘোষনা করা হবে। এ বিষয়ে আজ শনিবার বেলা ১২টায় বগুড়া প্রেসক্লাবে শহর স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিস্তারিত ঘটনা তুলে ধরা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিবৃতিদাতারা হলেন বগুড়া জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আসাদুর রহমান দুলু, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এ্যাডঃ জাকির হোসেন নবাব, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আলহাজ¦ সৈয়দ আবু জাফর সিদ্দিক রিপন, ভিপি সাজেদুর রহমান শাহিন, জুলফিকার রহমান শান্ত, লুৎফুল বারী বাবু, প্রভাষক মনিরুজ্জামান, কোয়েল ইসলাম, শহর শাখার আহবায়ক শহিদুল ইসলাম বাপ্পি, যুগ্ন-আহবায়ক রুহুল আমিন বাবুল, নাজমুল কাদির শিপন, নাসিমুল বারী নাসিম প্রমূখ।

সর্বশেষ সংবাদ