মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের দাবিতে বগুড়ায় মানববন্ধন সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি-মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের দাবিতে বগুড়ায় মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় বগুড়া শহরের সাতমাথা চত্বরে মানববন্ধ করা হয়। এসময় শিক্ষক নেতারা বলেন- শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি বৈষম্য প্রকট আকার ধারণ করেছে। বেসরকারি শিক্ষকরা মাত্র ২৫ভাগ উৎসব ভাতা, এক হাজার টাকা বাড়ি ভাড়া আর ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। অবসরকালীন সময়ে যে সামান্য সুবিধা আর কল্যাণ ট্রাস্টের টাকা পাওয়ার কথা, সেটাও পেতে বছরের পর বছর অপেক্ষার প্রহর গুণতে হয়। এমনসব বৈষম্য নিরসন করতে অবিলম্বে তারা মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের দাবি করেন।
বাংলাদেশ শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার সহ-সভাপতি শাজাহান আলীর সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সহ-সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, শিক্ষক নেতা হাবিবুল আলম, বিমল কুমার রায়, তাজুল ইসলাম, নূরুল ইসলাম, গৌরব চন্দ্র দাস প্রমুখ। পরে বগুড়া জেলা প্রশাসকের মাধ্যমে তাঁরা প্রধানমন্ত্রী বরাবরে একই দাবিতে স্মারকলিপি প্রদান করেন।

সর্বশেষ সংবাদ