‘ব্লু হোয়েল’ গেমস্রে প্রভাব থেকে বাঁচতে কৈচড় বালিকা বিদ্যালয়ে সচেতনতামূলক প্রচারণা

‘ব্লু হোয়েল’ গেমস্রে প্রভাবে অতি সম্প্রতি স্কুল কলেজের শিক্ষার্থীসহ তরুণ-তরুণীদের মাঝে আত্মহত্যার প্রবণতা বেড়ে যাওয়ায় গত রোববার বগুড়া সদরের কৈচড় বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও শিক্ষকদের সমন্বয়ে শিক্ষার্থীদের সচেতন করতে ক্লাসে ক্লাসে প্রচারণা চালানো হয়। এসময় স্কুলের প্রধান শিক্ষিকা আক্তার জাহান আতিয়া বেগম, অভিভাবক পর্যায়ক্রমে এ,কে ফরিদ উদ্দিন, রাজু মন্ডল, মাসুদার রহমান মাসুদ,জাহিদ হোসেন রতন, বায়েজীদ বোস্তামীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত সবার বক্তব্যেই , ‘ব্লু হোয়েল’ গেমস্রে প্রভাবে অতি সম্প্রতি স্কুল কলেজের শিক্ষার্থীসহ তরুণ-তরুণীদের মাঝে আত্মহত্যার প্রবণতা বেড়ে যাওয়ায় শঙ্কা প্রকাশ করে এবিষয়ে অভিভাবকদের বেশি সচেতন হয়ে কাজ করতে হবে বলেও মন্তব্য করা হয়।

সর্বশেষ সংবাদ