বৈষম্য দূর করে শিশুদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে- সুফিয়া নাজিম

“কন্যা শিশুর জাগরণ, আনবে দেশে উন্নয়ন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস ২০১৭ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী বগুড়ার আয়োজনে রবিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে কন্যা শিশুদের দেশ গান প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুুষ্ঠিত হয়েছে।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শাহ মো: ইসাহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বগুড়ার উপ-পরিচালক সুফিয়া নাজিম। তিনি বলেন, বর্তমান সরকার নারী শিক্ষা এবং নারীদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এখন সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে হবে। তিনি সমাজে এখনো বিভিন্ন ক্ষেত্রে যে বৈষম্য চোখে পড়ে তার দূর করার আহবান জানান। সেই সাথে শিশুদের শুধু লেখাপড়া না করিয়ে তাদের প্রকৃত মানুষ গড়ে তোলার জন্য তিনি অভিভাবকদের অনুরোধ জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারি জজ জেসমিন আরা জাহান, দৈনিক চাঁদনী বাজার পত্রিকার সম্পাদক সুমনা রায়, এপিপি এ্যাডঃ আশরাফুন নাহার স্বপ্না , পেসড,বগুড়ার নির্বাহি পরিচালক মাহফুজ আরা মিভা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া এডিপি ওয়ার্ল্ড ভিশনের শিশু নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা ধিরেন বিশ^াস ও প্রজেক্ট অফিসার জুয়েল হাচ্ছা সহ অনেকে। অনুষ্ঠানে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট পাবলিক স্কুল ও কলেজ, ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, ইসলামিক মিশন বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি শিশু পরিবার, শিশু ফোরাম ও এনসিটিএফ বগুড়ার শিশুরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন বগুড়া কেন্দ্রীয় ইয়ূথ ফোরামের সভাপতি ও জেলা এনসিটিএফ ভলেন্টিয়ার সঞ্জু রায় ।

সর্বশেষ সংবাদ