সান্তাহারে শুভসংঘের ইফতার বিতরণ

শিমুল  হাসান, আদমদিঘী( বগুড়া) প্রতিনিধি: কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে বগুড়ার আদমদীঘি উপজেলা শাখার আয়োজনে ছিন্নমূল মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) ইফতারের আগে উপজেলার সান্তাহার জংশন স্টেশনে শতাধিক নারী-পুরুষের মাঝে ইফতারসামগ্রী তুলে দেন শুভসংঘের সদস্যরা। ইফতার বিতরণের সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে শুভসংঘের আদমদীঘি উপজেলা শাখার নারী বিষয়ক সম্পাদক শাকিলা আক্তার বলেন, ‘নিজেদের অর্থায়নে শুভসংঘের বন্ধুরা ছিন্নমূল মানুষের কথা ভেবে এ উদ্যোগটি গ্রহণ করে। এ কাজটি করতে পেরে খুব ভালো লাগছে। ভবিষ্যতে এ ধরণের আরো উদ্যোগের মধ্য দিয়ে এসব মানুষের পাশে থাকবে শুভসংঘ। সান্তাহার রেল স্টেশনেই থাকেন রোকেয়া বেগম (৬০)। তার বাড়ি ময়মনসিংহে। বাড়িঘর না থাকায় ১৯ বছর ধরে স্টেশনে আছেন। মানুষের সহযোগিতা নিয়ে কোনো রকম বেঁচে আছেন তিনি। কষ্টেসৃষ্টে রোজাগুলো রাখছেন তিনি। শুভসংঘের দেওয়া ইফতারসামগ্রী পেয়ে রোকেয়া বেগমের বিষন্নমুখে হাসি ফুটেছে। হাসিমুখে তিনি বলেন, ‘এই ইফতার পাইয়া খুব খুশি হচি।’ অন্যদিকে অসুস্থ বুবি বেগমের বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রামে। তিনিও ইফতার নিতে এগিয়ে এসে দাঁড়িয়েছিলেন। ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। শুভসংঘের বন্ধুরা তাকে ধরে এগিয়ে এনে ইফতারির প্যাকেট হাতে তুলে দেন। ইফতার পেয়ে আয়োজকদের জন্য দোয়া করেন এই নারী। এভাবেই ইফতার বিতরণের কার্যক্রম শেষ হয়। ছিন্নমুলদের মাঝে ইফতার বিতরণের সময় কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি ও উপদেষ্টা তরিকুল ইসলাম জেন্টু, শুভসংঘের উপজেলা কমিটির সভাপতি আমিনুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক হাসিবুল ইসলাম শাকিল, সদস্য আবু সাঈদ, সেলিনা সাথি, মাইন, হোমিওপ্যাথি চিকিৎসক তানিয়া ও ব্যবসায়ী আজিজুল হক রাজা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ