ইভটিজিং, বাল্য বিবাহ, মাদক ও সন্ত্রাসবাদ প্রতিরোধমূলক দুপচাঁচিয়ার চামরুলে আলোচনা সভা

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃদুপচাঁচিয়া থানা পুলিশের উদ্যোগে এবং চামরুল ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সহায়তায় অত্র ইউনিয়নে আইন শৃঙ্খলা বিষয়ক কমিউনিটি পুলিশিং ইভটিজিং, বাল্য বিবাহ, জুয়া, মাদক ও সন্ত্রাসবাদ প্রতিরোধমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার বিকালে জোহাল মাটাই ও টেমা মাদ্রাসা মাঠে চামরুল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাজাহান আলী সভাপতিত্বে ও এসআই আব্দুস সালাম এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (আদমদীঘি সার্কেল) আলমগীর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রাজ্জাক, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের উপদেষ্টা এম, সরওয়ার খান, সভাপতি আব্দুল বাছেদ, সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুর রাজ্জাক টুলু, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব জলাল উদ্দিন মল্লিক, সুপার বেলাল উদ্দিন, প্রধান শিক্ষক মুনছুর রহমান ফজলু, সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম প্রামানিক, জিয়াউর রহমান, ফিরোজ আহম্মেদ প্রমুখ।

সর্বশেষ সংবাদ