বগুড়ায় ফারিয়া এর মানববন্ধন

স্টাফ রিপোর্টার:বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) ঔষধ শিল্পে নিয়োজিত প্রতিনিধিদের “সু-নির্দিষ্ট” নীতি মালার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রবিবার দুপুরে সাত মাথায় বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশ (ফারিয়া) বগুড়া জেলা কর্তৃক এক মানব বন্ধন করে। উক্ত মানব বন্ধনে ফার্মাসিউিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) বগুড়া জেলা শাখার সভাপতি আনোয়ারুল সাদাত সভাপতিত্বে অন্যান্যদের বক্তব্য রাখেন বগুড়া জেলা ফারিয়ার সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সহ-সভাপতি ঃ ইফতেখারুজ্জামান, নূর মোহাম্মদ রানা, আব্দুল মতিন তারেক তরফদার সহ আরও বক্তব্য রাখেন শজিমেক হসপিটাল শাখার সভাপতি নুর জামান ও ডায়াবেটিস হসপিটাল ফারিয়া শাখার সভাপতি সেলিম, সাধারন সম্পাদক ফিরোজ এবং মোহাম্মদ আলী হাসপাতাল ফারিয়া শাখার সভাপতি আজম সাধারণ সম্পাদক সাজ্জাদ, জিল্লুর রহমান, মিনহাজুল ইসলাম রাকিব প্রমুখ। উক্ত সভায় ঔষধ শিল্পে নিয়োজিত প্রতিনিধিদের সু-নির্দিষ্ট নীতিমালা প্রনয়নের দাবিতে জোর দাবি রাখা হয়।

 

 

 

সর্বশেষ সংবাদ