ধুনটে প্রনোদনা কর্মসুচীর আওতায় বিনা মূল্যে বীজ ও সার বিতরন

কারিমুল হাসান লিখন, ধুনটঃবগুড়ার ধুনটে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন অনুষ্ঠিত হয়েছে। ২০১৭-১৮ অর্থ বছরে খরিপ-২, রবি এবং পরবর্তী খরিপ-১ মৌসুমে ক্ষতিগ্রস্থ কৃষকদের প্রনোদনা কর্মসুচীর আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরন অনুষ্ঠিত হয়। রবিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রনোদনা বীজ ও সার বিতরন করেন। উপজেলার মোট ২২৮০ জনের মধ্যে  প্রথম দফায় উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ২২০ জন ও এলাঙ্গী ইউনিয়নের ২১০ জন, মোট ৪৩০ জনকে জন প্রতি ১ কেজি বারিসরিষা-১৪ ও এমওপিসহ মোট ৩০ কেজি করে সার বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বগুড়া বনানী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শষ্য) বাবুল কুমার সূত্রধর, ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপ সহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সোবাহান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি গোলাম সোবহানসহ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ