শেখ হাসিনা সকলের মাঝে আনন্দ ভাগাভাগি করে ঈদযাপন করবেন- শফিক

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সংসদের সদস্য সাখাওয়াত হোসেন শফিক বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সকলের মাঝে আনন্দ ভাগাভাগি করে ঈদযাপন করবেন। তাই তিনি নির্দেশ দিয়েছেন, এবার কোন ইফতার মাহফিল নয়। সেই ইফতার মাহফিলের অর্থে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে। জননেত্রী শেখ হাসিনা এদেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন। তার হাতধরে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ির দেশ থেকে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তারই প্রচেষ্টা দেশ এখন উন্নয়নের মহাসড়কে। দেশের সকল স্থানে উন্নয়ন হচ্ছে।  সেই উন্নয়ন ত্বরান্বিত করতে আমাদের সকলকে একহয়ে কাজ করতে হবে। শেখ হাসিনার কাছে উন্নয়নে গোপালগঞ্জ যা, বগুড়াও তাই। তিনি সকল স্থানকে একই ভাবে দেখেন।
বুধবার বেলা ৩টায় বগুড়া শহরের চকসুত্রাপুরের ব্যক্তিগত উদ্যোগ ৫ শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণকালে তিনি এসব কথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন চকসুত্রাপুর সমাজকল্যাণ সংস্থা সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক বকুল, সাবেক ছাত্রনেতা এসএম জোবাইদুল ইসলাম আসাদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি ফজলে রাব্বী, শহর ছাত্রলীগের সিজান রহমান, রেজওয়ান ইসলাম, হাফেজ নুর আলম, কৃষক লীগ নেতা নেহেরুল ইসলাম, সংস্থার সদস্য সাদিক, সাধন, বাধন, সাকিব সহ আরও অনেকে।

সর্বশেষ সংবাদ