কৃষকদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও পুরস্কার বিতরণ

আল আমিন মন্ডল (বগুড়া) থেকেঃ বগুড়ায় পালিত হলো বায়ার বাংলাদেশ দিবস ২০১৭ইং। কোম্পানি’টি ২০০২ সালের ১৬ই অক্টোম্বর বাংলাদেশে বায়ার ক্রপ সাইন্স নামে যাত্রা শুরু করে। এর ধারাবাহিকতায় বগুড়া রিজিয়নের পক্ষ থেকে গতকাল দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল কৃষকদের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান। বৃক্ষের চারা রোপন ও কৃষক সমাবেশ এবং কৃষি তথ্য প্রদান। সিরাজগঞ্জের রানীহাটে ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার প্রায় ২শতাধিক নারী-পুরুষ কৃষকদের ফ্রি ডায়াবেটিস ও রক্তচাপ পরিক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করা হয়। এরপর রানীরহাট বাজার দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন প্রজাতির ফলদ ও ঔষধী বৃক্ষের চারা রোপন করা হয়। এছাড়াও কৃষক সমাবেশ ও কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ী কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ সময় বক্তব্য রাখেন বায়ার ক্রপ সাইন্সের বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার কৃষিবিদ শামীম হোসাইন, কৃষিবিদ শফিকুল ইসলাম, বগুড়া টেরিটরি অফিসার কৃষিবিদ শ্রীঃ গৌতম দাস, জনপ্রতিনিধি ক্ষুধিরাম, প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, কৃষক প্রতিনিধি জিয়াউর রহমান প্রমূখ।

সর্বশেষ সংবাদ