আটোয়ারীতে আনসার ভিডিপি’র বৃক্ষ রোপন কর্মসুচি

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি-জাতীয় বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলা ২০২৩ উপলক্ষে সারাদেশে বৃক্ষ রোপন অভিযান শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পঞ্চগড় জেলা কার্যালয়ের নির্দেশনা মোতাবেক উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় কর্তৃক ফলজ,বনজ এবং ভেষজ প্রকৃতির গাছের চারা রোপন করা হয়েছে। বৃক্ষ রোপনের সময় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছাঃ ফরিদা বেগম (লাকী) বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ জুন ২০২৩ তারিখে বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে জাতীয় বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলা ২০২৩ উদ্বোধন করেছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বৃক্ষ রোপন অভিযান কর্মসুচির আয়োজন করে। সারাদেশে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষ রোপন অভিযান ২০২৩ কর্মসুচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (২২ জুন) সকাল ১০টায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বাংলাদেশ আনসার ও ভিডিপি’র বৃক্ষ রোপন অভিযান কর্মসুচি পালিত হয়। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় চত্বর সহ আলোয়াখোয়া আনসার ও ভিডিপি ক্লাব চত্বরে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপন করা হয়। ফরিদা বেগম (লাকী) আরো বলেন, প্রাকৃতিক ভারসাম্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষা সহ সুনির্মল অক্সিজেন পেতে আমাদের বৃক্ষ রোপনের বিকল্প নেই। এসময় উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা কাজী সাহেরা, উপজেলা আনসার কোম্পানী কমান্ডার আলহাজ¦ মোঃ আকতার হোসেন, সহকারী কোম্পানী কমান্ডার আবুল কাসেম সহ উপজেলার প্রতিটি ইউনিয়নের দলপতি, দলনেত্রী ও ইউনিয়ন আনসার কমান্ডারগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ