বগুড়ায় ০১ কেজি ৬০০ গ্রাম শুকনা গাঁজা ও ১৫০ পিচ মাদকদ্রব্য এ্যাম্পলসহ ০১ জন গ্রেফতার

অদ্য ০২/০৭/২০২৩ খ্রি. রাত ০১.৩০ ঘটিকায় বগুড়া জেলার সদর থানাধীন জনৈক রফিকুল ইসলাম, পিতা-মৃত নাজির উদ্দিন ফকির, সাং-
পলাশবাড়ী তারাপাড়া এর বাড়ীতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামী ১। মোছাঃ পারুল বেগম (৩৮), স্বামী-রফিকুল
ইসলাম, সাং-পলাশবাড়ী তারাপাড়া, ৮ নং গোকুল ইউনিয়ন, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া এর হেফাজত হতে ০১ (এক) কেজি ৬০০ (ছয়শত)
গ্রাম শুকনা গাঁজা ও ১৫০ (একশত পঞ্চাশ) পিচ মাদকদ্রব্য এ্যাম্পল উদ্ধার করা হয়। যার অবৈধ বাজার মূল্য আনুমানিক=১,২০,০০০/- (এক লক্ষ বিশ
হাজার) টাকা। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব সৈয়দ আবু সায়েম, বিপিএম-সেবা এর
নির্দেশনায় সহ-অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃ মাহফুজ আফজাল, সহকারী পুলিশ সুপার জনাব একেএম খালেকুজ্জামান, পিপিএম এর তত্ত্বাবধানে
পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ ছানোয়ার হোসেন এর নের্তৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ সোলায়মান হোসেন বাচ্চু, এসআই (নিঃ) নির্মলেন্দু চাকমা,
এএসআই (নিঃ) মোঃ গোলাম সারোয়ার, এএসআই(নিঃ) সোলায়মান আলী, কং/মোঃ রিপন মিয়া, কং/মোঃ শাহীন ইসলাম, কং/মোঃ শাহীন আলম,
কং/মোঃ ইবনে খালিদ এবং নারী কং/সেবিকা রানী এর সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়। এ সংক্রান্তে বগুড়া জেলার সদর থানায়
২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক)/৮(ক) একটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ সংবাদ