ট্যুরিস্ট পুলিশ টুংগীপাড়া ঐকান্তিক প্রচেষ্টায় অজ্ঞান হয়ে পড়ে থাকা অসুস্থ অজ্ঞাত ব্যক্তির সন্ধান পেল পরিবার

মোঃ হাফিজুর রহমান,টুংগীপাড়া উপজেলা প্রতিনিধি-গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গতকাল ২২/০৭/২০২৩ তারিখ বেলা অনুমান ০৩:৩০ ঘটিকার সময় গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ সংলগ্ন শেখ রাসেল পৌর শিশু পার্কের পাশে একজন অজ্ঞাতনামা ব্যক্তিকে অজ্ঞান ও মুমূর্ষ অবস্থায় পেয়ে ট্যুরিস্ট পুলিশ, টুঙ্গীপাড়া জোনের সদস্যগণ টুঙ্গিপাড়া ১০০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে ভর্তি করেন। ট্যুরিস্ট পুলিশ সেখানে অজ্ঞাত ব্যক্তির চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করেন এবং ব্যক্তিটির ঠিকানা-পরিচয় খুঁজে বের করার জন্য টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন স্থান ও পার্শ্ববর্তী বাগেরহাট জেলার চিতলমারি থানা, মোল্লারহাট থানা এলাকা সহ বিভিন্ন এলাকায় খোঁজখবর করে। স্থানীয় ভ্যানচালক, দোকানদার, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে অজ্ঞাত ব্যক্তির ছবি দেখিয়ে তার পরিচয় খোঁজার চেষ্টা করা হয়। ট্যুরিস্ট পুলিশের মিডিয়া শাখা মাধ্যমে পরিচয় খুঁজে বের করার চেষ্টা করা হয়। সিআইডি- পিবিআই সহ বিভিন্ন সংস্থার সাহায্যে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে নাম ঠিকানা সংগ্রহের জন্য চেষ্টা করা হয়। স্থানীয় বিভিন্ন সংবাদ কর্মীর সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে পরিচয় বের করার জন্য অজ্ঞাত ব্যক্তির ছবি প্রকাশ করার জন্য অনুরোধ করা হয় । তৎপ্রেক্ষিতে অদ্য ২৩/০৭/২০২৩ তারিখ সকাল অনুমান ০৯:০০ ঘটিকার সময় *সুদূর মালয়েশিয়া থেকে* জনৈক সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি দৈনিক শতবর্ষ নামক পত্রিকার ফেসবুক পেইজে হারানো বিজ্ঞপ্তিটি দেখে ফেসবুকের মাধ্যমে ভিকটিমের ছবি দেখে তাকে শনাক্ত করেন এবং বাংলাদেশে ফোন করে ভিকটিমের বাড়িতে সংবাদ পাঠান। পরবর্তীতে ভিকটিমের আত্মীয়-স্বজন সংবাদ পেয়ে ট্যুরিস্ট পুলিশের সাথে যোগাযোগ করে এবং টুঙ্গিপাড়া ১০০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে আসেন। সেখানে ট্যুরিস্ট পুলিশের সহায়তায় উন্নত চিকিৎসার জন্য ভিকটিমকে হাসপাতাল থেকে নিয়ে যান। বিভিন্ন সংবাদ কর্মী ভাইদের কাছে ট্যুরিস্ট পুলিশ আন্তরিকভাবে কৃতজ্ঞ যে, তারা ট্যুরিস্ট পুলিশের আহবানে অজ্ঞাতনামা মুমূর্ষ্য ব্যক্তিটির ঠিকানা খুঁজে বের করতে সহায়তা করেছেন।

সর্বশেষ সংবাদ