বগুড়ায় শীতার্ত মানুষের মাঝে আসক মানবাধিকার সংগঠনের কম্বল বিতরণ

 অদ্য ২৫ জানুয়ারী-২০২৪ আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন বগুড়া জোনাল কমিটির উদ্যোগে বগুড়া পৌরসভা ১৩ নম্বর ওয়ার্ডের ফুলদিঘী এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সম্মানীত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুস সামাদ, পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক জনাব মোঃ মোমিনউদ দৌলা সমাজী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জনাব মোঃ খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ফিরোজ পশারী রানা, আব্দুল্লাহ আল মামুন, অর্থ বিষয়ক সম্পাদক জনাব কোহিনূর খানম, প্রচার সম্পাদক জনাব মোঃ সেলিম রেজা, সদস্য জনাব সৈয়দ মোনালিসা মুমু, জনাব রবিউল ইসলাম, জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন, ইঞ্জিনিয়ার লিটন সহ অত্র অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সাধারন সম্পাদক মোমিনউদ দৌলা সমাজী বলেন দেশের চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে জনজীবন এক দূর্বিষহ পরিস্থিতির মাঝে নিপতিত। গণমানুষের স্বাভাবিক ভাবে জীব যাপন করতে হিমশিমের মাঝে আছে। একদিকে দ্রব্যমূল্যের উর্ধগতি, কর্মসংস্থানের অভাব, সকল ক্ষেত্রে দূর্নীতিবাজদের দৌড়াত্ব, সামাজিক নিরপত্তার অভাব, সরকারী বরাদ্য সুষম বন্টনের অভাব, শিক্ষা চিকিৎসায় অনিয়মে আজ জনজীবন নাজেহাল। চলমান প্রাকৃতিক দূর্যোগ শীতে মানুষ নিদারুণ কষ্টে দিনপাত করছে। তাই সরকার, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজের বিত্তবান ও সামর্থ্যবানরা এই দূর্বিষহ পরিস্থিতি মোকাবিলার জন্য গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ায়নোর জন্য উদাত্ত আহ্বান জানান। আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন বগুড়া জোনাল কমিটির উদ্যোগে বিভিন্ন এলাকায় স্বল্প পরিসরে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্রতম প্রচেষ্টার করা হয় যা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত। তাই শীতার্ত দুঃখী মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সামর্থ্যবানদের প্রতি অনুরোধ জানানো হয়।

সর্বশেষ সংবাদ