বগুড়ায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ এর উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি:‘পরিকল্পিত পরিবার গড়ি, মাতৃমৃত্যু রোধ করি’ এই প্রতিপাদ্য নিয়ে ৩০ ডিসেম্বর ২০১৭ থেকে আগামী ০৪ জানুয়ারি ২০১৮ খ্রিঃ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নির্দেশনায় দেশব্যাপী এই কর্মসূচি পালন করা হচ্ছে। পরিবার পরিকল্পনা, মা-শিশুস্বাস্থ্য ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির উদ্দ্যেশ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই ই এম ইউনিট ও ইউএনএফপিএ এর যৌথ উদ্দ্যেগে এই সেবা সপ্তাহ উদযাপন করা হচ্ছে।  শনিবার বেলা ১২ টায় বগুড়া মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ফিতা কেটে বগুড়া জেলার সেবা সপ্তাহের উদ্বোধন করেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ মতিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার (সিসি) ডাঃ মোঃ জহুরুল ইসলাম, বগুড়া মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার (ক্লিনিক) ডাঃ সামসী আরা বেগম ও মেডিকেল অফিসার(এমসিএইচ-এফপি) ডাঃ শামসুজ্জামান, বগুড়া জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিসংখ্যান সহকারী মোঃ রফিকুল ইসলাম এবং বগুড়া মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কর্মচারীবৃন্দ। সেবা সপ্তাহে পরিবার পরিকল্পনার অস্থায়ী, দীর্ঘমেয়াদী, স্থায়ী পদ্ধতির বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে এবং সেবা প্রদান করা হচ্ছে। প্রসব পরবর্তী পদ্ধতি গ্রহীতার সংখ্যা বৃদ্ধিকল্পে বিশেষ উদ্যেগ গ্রহণ করা হয়েছে। সেবা সপ্তাহে বিশেষ সেবা প্রদানের নিমিত্তে জনগণকে সচেতন করে তুলতে প্রচার প্রচারণার অংশ হিসেবে পোষ্টার, লিফলেট, ব্যানারসহ অন্যান্য সামগ্রী মাঠ পর্যায়ে বিতরণ করা হয়েছে, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ও বগুড়া মা ও শিশু কল্যাণ কেন্দ্র আলোকসজ্জিত করা হয়েছে।

সর্বশেষ সংবাদ