চলনবিলের তাড়াশে দিনব্যাপী নাট্য কর্মশালা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি:‘চল মেলে দেই স¦প্নের ডানা’ এই সেøাগানকে সামনে রেখে ঐতিহাসিক চলনবিলের প্রাণকেন্দ্র তাড়াশ উপজেলার বিনোদপুর বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব আইডিয়াল কলেজ হলরুমে স্বপ্নদল মিডিয়ার আয়োজনে দিনব্যাপী নাট্য কর্মশালা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকাল ১০ টায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোক্তার হোসেন মোক্তা।

‘স্বপ্নদল’ মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক শোভন চন্দ্র সরকারের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষক নরেন্দ্র নার্থ সরকার, জয়নাল আবেদীন, দৈনিক সমকাল তাড়াশ প্রতিনিধি প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল, অধ্যাপক ওবাইদুল হোসাইন, প্রভাষক বেলাল হোসেন, মানবকণ্ঠ তাড়াশ সংবাদদাতা সোহেল রানা সোহাগ প্রমূখ।

কর্মশালায় সমাপনী অনুষ্ঠানে শুভচ্ছো বক্তব্য ও প্রত্যয়ন পত্র বিতরণ করেন বিশিষ্ঠ নাট্য কর্মী, দেশ নাট্য দলের সাবেক সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার অতিরিক্ত বার্তা সম্পাদক তপন দাস।

স্বপ্নদল মিডিয়ার সম্বয়নকারী শাহিনুর ইসলাম জানান, স্বপ্নদল মিডিয়া ইতিমধ্যে শোভন চন্দ্র রচনায় ও পরিচালনায় একটি স্বল্পদৈর্ঘ্য চলচিত্র “নীল সাপ” ও একটি টিভি নাটক “বিনিময়” এর নির্মাণ কাজ সম্পন্ন করেছেন। খুব শ্রীঘ্রই আমরা চলনবিলের মানুষের জীবন কাহিনী নিয়ে বেশ কিছু নাটক নির্মাণ করতে যাচ্ছি। এছাড়াও সংগঠনটি অচিরেই মঞ্চ নাটক মঞ্চায়ন করবে।

উল্লেখ্য, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব আইডিয়াল কলেজ হলরুমে অনুষ্ঠিত কর্মশালা পরিচালনা করেন বগুড়া থিয়েটারের নাট্যকর্মী সবুজ চন্দ্র বর্মন ও কলেজ থিয়েটারের নাট্যকর্মী ফিরোজুল ইসলাম ফিরোজ। উক্ত কর্মশালায় চলনবিল এলাকার বিভিন্ন গ্রামের ৪৫ জন নাট্যকর্মী অংশ গ্রহণ করেন।

সর্বশেষ সংবাদ