হরিণাকুন্ডুতে স্কুল ছাত্রীকে শ্লিলতাহানীর অভিযোগে শিক্ষক গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধিঃস্কুল ছাত্রীদের বিভিন্ন সময় শ্লিলতাহানীর ঘটনায় ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হরিয়ারঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গোলাম কিবরিয়া (৫৮) কে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার হাতিয়া আবদালপুর গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি একই গ্রামের দরগাপাড়ার আব্দুল জব্বারের ছেলে। এ ঘটনায় হরিয়ারঘাট গ্রামের নজরুল ইসলাম বাদী হয়ে হরিণাকুন্ডু থানায় একটি মামলা করেছেন। হরিণাকুন্ডু থানার ওসি কে এম শওকত আলী জানান, হরিয়ারঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গোলাম কিবরিয়া চতুর্থ শ্রেনীর চার শিশু শিক্ষার্থীকে প্রায়ই স্কুলের দ্বিতল ভবনের ছাদে নিয়ে শরীরের বিভিন্ন স্থানে হাত দিত। লম্পট ওই শিক্ষক ছাত্রীদের আপত্তিকর স্থানে হাত দিত। ছাত্রীরা এ সময় প্রতিবাদ করার চেষ্টা করলে মারধরের হুমকী দিত। ঘটনাটি শনিবার সন্ধ্যার দিকে নির্যাতিত ওই শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের জানালে ছাত্রীদের নিয়ে অভিভাবকরা হরিণাকুন্ডু থানায় উপস্থিত হয় এবং মামলা দায়ের করে। পুলিশ অভিযোগ পেয়ে মনিবার রাত সাড়ে ৯টার দিকে অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেফতার করে। এলাকাবাসি জানায়, শিক্ষক গোলাম কিবরিয়াকে ইতিপুর্বে স্কুল কমিটি এমন অভিযোগ পেয়ে ৭ বার সতর্ক করে নোটিশ দেন। কিন্তু তারপরও তিনি এমন কাজ থেকে বিরত হননি।

সর্বশেষ সংবাদ