রাজনের বাড়ি যাচ্ছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

জিটিবি নিউজ ঃ সিলেটের কুমারগাঁওয়ে নির্মম নির্যাতনে নিহত শিশু সামিউল আলম রাজনের বাড়িতে আসছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। আজ বুধবার সকালে নিহত রাজনের সিলেট সদর উপজেলার কুমারগাঁও বাদেয়ালী ভাইয়ারপাড়স্থ গ্রামের বাড়িতে যাবেন তিনি। সেখানে তিনি অনুদানের একটি চেক রাজনের পরিবারের কাছে হস্তান্তর করবেন। এরপর বিকেল তিনটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন। গতকাল মঙ্গলবার সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেন।এদিকে গতকাল সকালে রাজনের বাড়িতে যান সিলেট মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসান ও সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন। তারা নিহতের বাবা-মা’র সাথে কথা বলে তাদের সান্ত¡না দেন। এ সময় খুনিদের বিচার নিশ্চিতের আশ্বাস দেন তারা।এছাড়া জেলা প্রশাসকের তহবিল থেকে রাজনের পরিবারকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।মুক্তি পেলেন মির্জা ফখরুলজিটিবি নিউজ ঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে তিনি মুক্তি পান। এর আগে সোমবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বিরুদ্ধে দায়ের হওয়া সব কটি মামলাতেই জামিন পান। হরতাল-অবরোধের সময় রাজধানীতে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় বিএনপির এই নেতার বিরুদ্ধে বেশ কটি মামলা করা হয়েছিল।

সর্বশেষ সংবাদ