গাবতলীতে সড়ক দূর্ঘটনায় একটি বাড়ী একটি খামারের মাঠ সহকারী’র মৃত্যু

আল আমিন মন্ডল (বগুড়া) থেকে-বগুড়ার গাবতলীতে সড়ক দূর্ঘটনায় একটি বাড়ী একটি খামারের মাঠ সহকারী মালা খাতুন (২৯) মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতমঙ্গলবার দুপুর ২টায় নেপালতলীর আমতলীপাড়া খিরেপাড়া সড়ক এলাকায়।
জানা যায়, গাবতলী উপজেলা একটি বাড়ী একটি খামারের মাঠ সহকারী (নেপালতলী) মালা খাতুন ঐদিন সকালে নেপালতলীতে কাজ শেষে গাবতলী অফিসে সিএনজি যোগে আসার পথে খিরেপাড়া নামক স্থানে সিএনজি সঙ্গে ভটভটীর মুখমুখী সংঘর্ষ হয়। এ সময় মালা খাতুন গুরুত্বর ভাবে আহত হলে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মালা’র শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বগুড়া একটি ক্লিনিং কে ভর্তি করে লাইফ সার্পোটে রাখা হলে গতবৃহস্পতিবার বিকাল ৫টা ৩০মিনিটে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ছুটে যান গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনিরুজ্জামান ও উপজেলা একটি বাড়ী একটি খামার সমন্বয়ক রেজাউল করিম।এবিষয়ে উপজেলা একটি বাড়ী একটি খামার সমন্বয়ক রেজাউল করিম মাঠ-সহকারী মালা খাতুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যু মালা খাতুন গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের জাতহলিদা গ্রামের সুরুজ জামানের কন্যা।

সর্বশেষ সংবাদ