শাজাহানপুরে হুইল চেয়ার পেয়ে মুখে হাসি ফুটল ২৪ জন শারীরিক প্রতিবন্ধীর

সজিবুল আলম সজিব শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)’র অর্থায়নে বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদ একের পর এক জনবান্ধব প্রকল্প বাস্তবায়ন করছে। এমনই একটি প্রকল্পের আওতায় ২ লাখ টাকা ব্যয়ে মঙ্গলবার উপজেলার ২৪ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। হুইল চেয়ার পেয়ে অত্যন্ত আনন্দিত ও উৎফুল্ল হয়ে উঠেছেন উপকারভোগী প্রতিবন্ধী ব্যক্তিরা। এতোদিন যারা ইচ্ছে থাকা সত্বেও অন্যের সাহায্য ছাড়া এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারতেন না। এমনকি চরম বিপদেও নিজের অবস্থান পরিবর্তন করতে পারতেন না এই হুইল চেয়ারের মাধ্যমে ওই সব অসহায় ব্যক্তিগণ নিজেদের প্রয়োজন মতো স্থান পরিবর্তন করতে পারবেন। এমন অনুভূতিই প্রতিবন্ধীদেরকে উৎফুল্ল ও উদ্বেলিত করেছে। উপকারভোগী প্রতিবন্ধী ব্যক্তিরা হলেন, গয়নাকুড়ি গ্রামের পুটু মিয়ার পুত্র তোজাম্মেল হোসেন, কাটাবাড়িয়া গ্রামের মৃত কমর উদ্দিনের পুত্র তছলিম উদ্দিন, মাসিন্দা গ্রামের মৃত গরীবুল্যাহ্র পুত্র আব্দুল জলিল, চাঁদবাড়িয়া গ্রামের আব্দুল মোমিনের পুত্র জাহিদুর রহমান, লক্ষèীকোলা গ্রামের মৃত আব্দুর রহিম ফকিরের পুত্র মন্তেজার রহমান, চকজোড়া গ্রামের আব্দুল আজিজের কন্যা আফরিন জাহান মৌ, মানিকদিপা বিন্নাচাপড় গ্রামের সুলতান আহম্মেদের পুত্র রেজাউল করিম, জৈয়ন্তীবাড়ী দারুল হুদা দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ডলি আক্তার, সুজাবাদ গ্রামের মকবুলের পুত্র আব্দুস সাত্তার, সাজাপুর দর্জ্জিপাড়া গ্রামের আব্দুল জোব্বারের পুত্র সাজু আহম্মেদ, সুজাবাদ গ্রামের আব্দুস সোবহানের কন্যা ছামসুন্নাহার, বীরগ্রামের ইকাবাল হোসেনের পুত্র তাসিন, ঘাষিড়া গ্রামের মৃত সামছ্দ্দুীনের পুত্র জয়নাল আবেদীন ফারুক, নজরুল ইসলামের কন্যা নুরুন্নাহার, মাথইল চাপড় গ্রামের সিদরাতুল মুনতাহা মেঘলা, বৃ-কুষ্টিয়া গ্রামের টুকু মিয়ার কন্যা পলি আক্তার প্রমুখ। দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে হুইল চেয়ার বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সরকার বাদল, উপজেলা নির্বাহী অফিসার মো. শাফিউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর আক্তার, ভাইস চেয়ারম্যান জহুরুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা নূরুল ইসলাম, সমবায় কর্মকর্তা আতিকুর রহমান প্রমুখ।

সর্বশেষ সংবাদ