দলিত জনগোষ্ঠীর সামাজিক মর্যাদা জাতীয় বাজেটে পর্যাপ্ত বরাদ্দের দাবীতে গাইবান্ধায় মানববন্ধন

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ দলিত জনগোষ্ঠীর সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়নে জাতীয় বাজেটে পর্যাপ্ত বরাদ্দের দাবীতে শনিবার গাইবান্ধা জেলা শহরের ১নং রেলগেট সংলগ্ন ডিবি রোডে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। হরিজন ঐক্য পরিষদ, জনউদ্যোগ ও অবলম্বন মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নাগরিক পরিষদ জেলা সভাপতি অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, অবলম্বনের নির্বাহী পরিচালক ও জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, হরিজন ঐক্য পরিষদ, গাইবান্ধা জেলার আহবায়ক কীর্তন বাশফোর, সদস্য সচিব রাজেশ বাশফোর, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন জেলা সভাপতি সন্তোষ বাশফোর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জাসদ নেতা নুর মোহাম্মদ বাবু, আওয়ামী লীগ নেতা নির্বানেন্দু বর্মন ভাইয়া, সাংবাদিক শামীম আল সাম্য, অ্যাড. মোহাম্মদ আলী, দলিত নারী নেত্রী মহুয়া বাশফোর, দলিত নেতা কিসমত বাশফোর, উজ্জ্বল বাশফোর, স্বপন বাশফোর, প্রদীপ বাশফোর প্রমুখ।
বক্তরা বলেন, বর্তমানে বাংলাদেশে দলিত জনগোষ্ঠী প্রায় ৬৫ লাখ। এরা সকলেই প্রান্তিক জনগোষ্ঠী। এই জনগোষ্ঠী তার জন্ম ও পেশার কারণে সমাজে নানাভাবে বঞ্চনা ও বৈষম্যের শিকার। এই দলিত জনগোষ্ঠী মূল জনগোষ্ঠীর তুলনায় অনেক পিছিয়ে আছে। বাংলাদেশের দলিত জনগোষ্ঠীর সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান না থাকায় জাতীয় বাজেটে বরাদ্দকৃত অর্থ এবং সরকারি সেবাসমূহ থেকে এই জনগোষ্ঠীর অধিকাংশ মানুষ বঞ্চিত হচ্ছে। এ অবস্থায় আগামী ২০১৭-১৮ অর্থবছরের জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠী উল্লেখ করে বিশেষ বরাদ্দ প্রদানের এবং বরাদ্দের পরিমাণ বৃদ্ধির দাবি জানান বক্তারা। এছাড়াও দলিত জনগোষ্ঠীর জন্য সরকারি চাকরি ও শিক্ষা ক্ষেত্রে কোটা বরাদ্দ দেওয়া, বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়ন, বাজেটের সঙ্গে সঙ্গে জাতীয় পরিকল্পনায় দলিত জনগোষ্ঠীকে নিয়ে আসার দাবী জানানো হয়।

সর্বশেষ সংবাদ