কবি-সম্পাদক হাদিউল হৃদয় এর ২২তম জন্মদিন আগামীকাল

হাদিউল হৃদয় মূলত এ নামেই তিনি সমধিক পরিচিত সাহিত্য অঙ্গনে শিক্ষা জীবন থেকেই পা রাখেন। কিন্তু পারিবারিক নাম তাঁর হাদিউল ইসলাম। সাহিত্যানুরাগী কবি-সাংবাদিক পিতার উৎসাহে শিক্ষাজীবন থেকেই সাহিত্য জগতে তার অবাধ বিচরণ।

কবি-সম্পাদক হাদিউল হৃদয় এর ২২তম জন্মদিন আগামীকাল (০৫.০৫.১৭)। তিনি ১৯৯৫ সালের ৫ মে বাংলাদেশের সর্ববৃহৎ বিল চলনবিলের প্রাণকেন্দ্র তাড়াশ উপজেলার অন্তর্গত তালম ইউনিয়নের পল্লীর নিভূত অজোপাড়া পাড়িল গ্রামে এক সম্ভ্রান্ত মধ্যবিত্ত্ব মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতা: আব্দুল লতিফ সরকার। মাতা: মুর্শিদা খাতুন (হাওয়া)।

হাদিউল হৃদয় একজন সাহিত্য কর্মী। মূলত কবিতা দিয়ে শুরু করলেও প্রবন্ধ, ছড়া, গল্প লিখেন। তবে সম্পাদনা ও প্রকাশনার ক্ষেত্রেও রয়েছে সৃজনশীল দক্ষতা। ইতোমধ্যে বেশ কিছু লিটিলম্যাগ ও অনলাইনে সম্পাদনা করেছেনÑ হৃদয়ে চলন, জোনাকির আলো, নিওর, উদয়ের পথে, সাপ্তাহিক চলনবিল কণ্ঠ, উত্তরবঙ্গ নিউজ, বিডি আওয়ার নিউজ।

তিনি বগুড়া লেখক চক্রের একজন সদস্য। প্রতিষ্ঠাতা, হৃদয়ে চলন সাহিত্য সংস্কৃতি পরিষদ এবং আব্দুল লতিফ গণপাঠাগার এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ সংবাদ