বগুড়ায় জিপিএ-৫ এ শীর্ষে বিয়াম মডেল

উত্তরবঙ্গ নিউজ ডটকম: বগুড়া জেলার নামকরা দশটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৬৩৯ জন জিপিএ-৫ পেয়েছে। আর জেলার মধ্যে সবচেয়ে বেশি ২৮৪ জন জিপিএ-৫ পেয়ে শীর্ষে আছে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ। ওই প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল ৩৪৪ জন। এরমধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল ২৮২ জন। এরমধ্যে ২৬৬ জন পেয়েছে জিপিএ-৫। বাণিজ্য বিভাগ থেকে ৬২ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে ১৬ জন। পাশের হার শতভাগ। বগুড়া জেলায় এবছর ২৮ হাজার ৬৩৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯২৯ জন। আর পাশ করেছে ২৬ হাজার ১৫৮ জন। তবে নামকরা স্কুলগুলোতে শতভাগ পশের রেকর্ড বজায় রাখলেও জেলা স্কুল তা বজায় রাখতে পারেনি। এস্কুল থেকে পাশের হার ৯৯.৬২%।
বগুড়া ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ২৬১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৩৮ জন। বগুড়া জিলা স্কুলের ২৬৬ জন পরীক্ষাথীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৩৫জন। বগুড়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৬৪ জন পরীক্ষায় অয়ংশ নিয়ে ২২৮ জন জিপিএ-৫ পেয়েছে। আমর্ড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজের ২৯৪ পরীক্ষার্থীর মধ্যে ২৫৭ জন জিপিএ-৫ পেয়েছে। বগুড়া পল্লী উন্নয়ন ল্যাবরেটরীজ স্কুল এন্ড কলেজ থেকে ২০৪ জন পরীক্ষা দিয়ে ১৮০ জন জিপিএ-৫ পেয়েছে। পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ থেকে ২১০ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫৪ জন । এস ও এস হারম্যান মেইনার স্কুল এন্ড কলেজের ৫৫ জনের মধ্যে ৪৫জন জিপিএ-৫ পেয়েছে। ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান মিলিনিয়াম স্কলাসটিকা স্কুল এন্ড কলেজ থেকে ৪৭ জন পরীক্ষার্থীর ৩৪ জন জিপিএ-৫ পেয়েছে। বিয়াম ল্যাবরেটরী স্কুলের ৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮ জন জিপিএ-৫ পেয়েছে।

সর্বশেষ সংবাদ