বগুড়ায় কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৫৬তম জন্মজয়ন্তী পালিত

উত্তরবঙ্গ নিউজ ডটকম:আজ ২৫ শে বৈশাখ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৫৬তম জন্মজয়ন্তী উপলক্ষে আমরা ক’জন শিল্পী গোষ্ঠীর আয়োজনে সকাল ১০টা ৩০মিঃ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে (পৌর উচ্চ বিদ্যালয়) ‘রবির আলো’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুভ উদ্বোধন ঘোষনা করেন কবি ও প্রাবন্ধিক প্রফেসর শহীদুল্লাহ। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেহনুমা শারমীন-এর পরিচালনায় ‘হে নতুন দেখা দিক আর-বার’ দলীয় গানটি দিয়ে অনুষ্ঠান শুভ সূচনা করা হয়। আব্দুস সামাদ পলাশ-এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যাপিকা হাসিনা আকতার, অধ্যাপিকা অনামিকা পাল লায়ন আব্দুল মোবিন, রায়হানুল ইসলাম প্রমুখ। রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করে রেহনুমা শারমীন, দিপা মনি দাস, রামিসা শারমিন রাইসা। নৃত্য পরিবেশন করে মেঘা, অলংকার, দ্যুতি, নেহা, আনা, জারা, রাইসা, রামিসা,  বর্ষা, দিয়া, পায়েল, তুলতুল, রাখি, অনুশা, আমান্তা, সামান্তা, সেঁজুতি, তনুশ্রী, জুঁই, সিজা, দিপান্বিতা, স্বর্গ, নূপুর, মিশু, আরমান প্রমুখ। লায়ন আব্দুল মোবিন-এর পরিচালনায় আবৃত্তি পরিবেশন করে সুয়াদ নাওয়াস তিহাম, আদিবা তাবাসসুম ও জারিফ মুশরারাত মায়িশা। পরিশেষে লায়ন আব্দুল মোবিন-এর নেতৃত্বে সকল শিল্পী দেশের শান্তি কামনা করে ‘বরিষ ধারার মাঝে শান্তিরও বারি’ গানটি দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয়। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন তানজিনা সেলিম।

সর্বশেষ সংবাদ