কুষ্টিয়ায় হাতুড়ি মেরে ভায়রাকে হত্যায় মৃত্যুদণ্ড

কুষ্টিয়া মিরপুরের চাঞ্চল্যকর ভায়রাকে (স্ত্রীর বোন জামাই) হাতুড়ি মেরে হত্যার দায়ে লালন গাজী (৩৫) নামে কাঠমিস্ত্রীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত লালন গাজী মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের মৃত. মকবুল গাজীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৪ মার্চ বেলা পৌনে ১২ টায় মিরপুর খন্দরবাড়িয়া পৌর পশুহাটের পানজাবারে চা-পান দোকানদার চেনি মোল্লা পান কেনার সময় আসামি লালন গাজী পূর্ব থেকে সৃষ্ট দাম্পত্য কলহের জেরে আক্রোশ বশত: চেনি মোল্লাকে হাতুড়ি দিয়ে মাথায় ও ঘাড়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা আহত চেনি মোল্লাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত. ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই মিরাজুল ইসলাম মেনি মোল্লা বাদী হয়ে মিরপুর থানায় হত্যা মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ আগষ্ট আসামি লালন গাজীর বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে চার্জসীট দাখিল করেন পুলিশ।

কুষ্টিয় আদালতের সরকারি কৌশুলী এ্যাড. অনুপ কুমার নন্দী জানান, মিরপুর থানার চাঞ্চল্যকর হাতুড়ি পেটায় নিজ ভায়রাকে হত্যা দায়ে আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমানিত হওয়ায় আসামি লালন গাজীকে মৃত্যুদণ্ডে দন্ডিত করেন আদালত।

সর্বশেষ সংবাদ