হিলিতে পেয়াজের দাম কমেছে কেজিতে ৫০- ৬০ টাকা

ছামিউল ইসলাম আরিফ,হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ হিলি স্থলবন্দরের খুচরা বাজারে পেয়াজের দাম কমতে শুরু করেছে। একদিনের ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজিতে পেয়াজের দাম কমেছে ৫০-৬০ টাকা ।
রোববার বাজারঘুরে ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে এমনটাই জানা গেছে।
পেয়াজ আড়ত ও বিক্রেতারা জানান, শনিবার খুচরা বাজারে যে পেয়াজ বিক্রি হয়েছে প্রতি কেজি ২০০ থেকে ২২০ টাকা দরে ,রোববারে তা প্রকারভেদে বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা কেজিতে ।
পেয়াজ ব্যবসায়ী মনিরুল ইসলাম জানান, বাজারে পেয়াজ আমদানি বেশি হওয়ায় দাম কমতে শুরু হয়েছে। পেয়াজ এখন সাধারন ক্রেতাদের নাগালের মধ্যে চলে আসছে।
তিনি আরও জানান, আমরা মনে করেছি দেশজুরে প্রশাসনের পক্ষ থেকে বাজারে মনিটরিং শুরু হয়েছে। তাই কমতে শুরু করেছে পেয়াজের দাম।
পেয়াজ কিনতে আসা লুৎফর রহমান জানান, গত দুই দিন থেকে পেয়াজের দাম অনেকটা ছিল তাই পেয়াজ আমি কিনিনি, আজ রবিবার পেয়াজের দাম ৫০-৬০ টাকা কমায় পেয়াজ কিনতে এসেছি।

সর্বশেষ সংবাদ