চট্টগ্রামে হিযবুত তাহরীরের মাহফুজ আবার রিমান্ডে

চট্টগ্রামে জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সংগঠক আব্দুল্লাহ আল মাহফুজকে আবারও রিমান্ডে নিয়েছে পুলিশ।

মঙ্গলবার চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট সরওয়ার জাহানের আদালত তার বিরুদ্ধে এই রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার কাজী শাহাবুদ্দিন আহমেদ সমকালকে বলেন, জঙ্গি সংগঠক মাহফুজকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে আটদিন মঞ্জুর করেছেন। এর আগে প্রথম দফায় মঞ্জুর হওয়া তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার মাহফুজকে আদালতে হাজির করে পুলিশ।

গত ২২ নভেম্বর দুপুরে নগরীর কোতোয়ালী থানার আন্দরকিল্লা শাহী জামে মসজিদে লিফলেট বিলির সময় হিযবুত তাহরীরের ওয়ালিদ ইবনে নাজিম ও ইমতিয়াজ ইসমাইলকে গ্রেফতার করে পুলিশ।

এই দুইজনের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর চান্দগাঁও ও বায়েজিদ বোস্তামি এলাকায় টানা অভিযান চালিয়ে হিযবুত তাহরীরের চট্টগ্রাম মহানগরের প্রধান (আঞ্চলিক কমান্ডার) আবুল মোহাম্মদ এরশাদুল আলমসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ সংবাদ