বরিশালে গুজব রোধে সভা

বরিশালে গুজব, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতসহ চার্চ নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, গুজব প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি ধর্মীয় নেতৃবৃন্দ ব্যাপক ভূমিকা রাখতে পারেন। জঙ্গিবাদ প্রতিরোধে ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিতগণ ভূমিকা রাখতে পারেন।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ, ইসলামিক ফাউন্ডেশন বরিশালের বিভাগীয় পরিচালক মোহাম্মদ ইদ্রিস, বরিশাল মহানগর জাতীয় ইমাম সমিতির সভাপতি আবদুল মান্নান, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম বরিশালের সহকারী পরিচালক দেবাশীষ দাস, অমৃত লাল দে কলেজের সাবেক অধ্যক্ষ, তপংকর চক্রবর্তীসহ বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা এবং প্যাগোডার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ