তাড়াশ উপজেলাকে মাদক মুক্ত করতে চায় – এ এস আই আখেরুল

হাদিউল হৃদয়: তাড়াশ থানার এ এস আই আখেরুলের হস্তক্ষেপে মাদক বন্ধ প্রশংসনিয় বলিষ্ট্য পদক্ষেপের ফলে শতাধিক মাদক ব্যবসায়ীকে আটক এবং ভ্রাম্যমান আদালতে জেল-জরিপনা করেছেন।  বিগত ০৯-১১-২০১৬ তারিখে জনাব আখেরুল ইসলাম তাড়াশ থানার এ এস আই হিসেবে যোগদানের পর ০৯-১১-২০১৬ থেকে ১০-০৬-২০১৭ পর্যন্ত মাদক বন্ধের এই অভিযান পরিচালনা করেন।  মাদকদ্রব্য কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, অভিভাবকদের অসচেতনতার কারণে মাদকদ্রব্য সেবনকারী বেড়ে গেলেও বর্তমানে এলাকাবাসীর সহযোগিতায় প্রশাসনিক হস্তক্ষেপে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মাদকদ্রব্য ব্যবসা বন্ধ করা সম্ভব হচ্ছে। তিনি জানান, মাদকদ্রব্য রোধ করতে হলে শুধু প্রশাসনের পক্ষে মাদক ব্যবসায়ীদের রোধ করা সম্ভব নয়। সামাজিক সচেতনতা বৃদ্ধি খুবই প্রয়োজন। শাস্তি সম্পর্কে সরকারের আইন ও বিধি-বিধান ব্যাপক ভাবে জনসাধারণকে অবহিত করা। মাদকদ্রব্য বিরোধী সচেতনতা বাড়াতে হবে, ব্যাপক প্রচার প্রচারণায় মাধ্যমে মাদকদ্রব্যের অপকারিতা সম্পর্কে সবাইকে সচেতন করে তুলতে হবে। অপসংস্কৃতির অবাধ প্রবাহ রুখতে হবে, সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।  তিনি আরও জানান, মাদক প্রাচার বন্ধ অভিযান চালানো খুবই কষ্ট সাধ্য ব্যাপার। আমাকে ছুটতে হয়েছে গ্রাম থেকে গ্রামান্তরে। যত কষ্ট হোক না কেন আমি তাড়াশ উপজেলাকে মাদক মুক্ত করতে চাই এজন্য আমি আপনাদের সহযোগীতা একান্ত কামনা করছি।

 

সর্বশেষ সংবাদ