আদিতমারীতে কৃষকের ধান ক্রয়ে লটারি ড্র অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধিঃ রবিবার (০৮ ডিসেম্বর) লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় আমন ধান সংগ্রহে লটারি ড্রয়ের মাধ্যমে কৃষক বাছাই করা হয়েছে।

সকাল বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের হলরুমে উক্ত লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় ধান ক্রয়ে কৃষক যেন কোন প্রকার হয়রানির স্বীকার না হয় এবং কৃষকের উপস্হিতিতে যেন গুদামে ধান সংগ্রহের করা হয় সে ব্যপারে খাদ্য গুদামের সকলের প্রতি সতর্ক থাকার আহবান জানান।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মমদ মনসুর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, আদিতমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমরুল কায়েস ফারুক।

অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন, কৃষি অফিসার আলী নুর হোসেন, মোহাম্মদ এরশাদ (AEO) আদিতমারী উপজেলা খাদ্য কর্মকর্তা আবু হেনা মোস্তফা কালাম ছাড়াও প্রমূখ।

এই মৌসুমে আদিতমারী উপজেলায় মোট- ২৪৭১ জন কৃষকের মধ্যে থেকে ৬০০ কেজি করে মোট ১৪৮৩ মেঃ টঃ ধান সংগ্রহ করা হবে।

সর্বশেষ সংবাদ