রামগতিতে দুই জেলেকে অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধ বেহুন্দি জাল দিয়ে মাছ শিকারের দায়ে দুই জেলেকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মোমিন তাদেরকে এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন-উপজেলার চরআলগী এলাকার বেল্লাল হোসেনের ছেলে মো. আবদুল হান্নান (২৫) এবং একই এলাকার আবদুল মন্নানের ছেলে মো. জমির (৩৫)।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, জাটকা ইলিশসহ মাছের পোনা রক্ষায় বুধবার সন্ধ্যায় পুলিশ ও উপজেলা মৎস্য বিভাগ মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চর আব্দুল্লাহ এলাকা থেকে অবৈধ দু’টি বেহুন্দি জালসহ দুই জেলেকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেকের পাঁচ হাজার টাকা করে জরিমানার রায় দেন।

তিনি আরও জানান, প্রায় দুই লাখ টাকা মূল্যের আটককৃত দু’টি বেহুন্দি জাল প্রকাশ্যে আগুনে পুড়ে ফেলা হয়।

সর্বশেষ সংবাদ