মুজিববর্ষে কুমিল্লায় মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী

কুমিল্লায় মুজিববর্ষ উপলক্ষে ২ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী হয়েছে। এতে সাব-সেক্টর কমান্ডার ও বিভিন্ন জেলার মুক্তিযোদ্ধারা অংশ নেন।

শনিবার কোটবাড়ির একটি রিসোর্টে এ পুনর্মিলনীর আয়োজন করেন মুক্তিযোদ্ধা কমান্ডার সফিউল আহমেদ বাবুল।

সকালে জাতীয় সংগীত পরিবেশন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহিদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নিরবতা পালনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে বক্তব্য রাখেন কুমিল্লা-৭ আসনের এমপি মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আলী আশরাফ, সাবেক সেনাপ্রধান লে. জেনারেল হারুনুর রশীদ বীর প্রতিক, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা রুস্তম আলী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের পর এ পুনর্মিলনী আমাদের আবার একত্র করেছে। এভাবে মিলিত হওয়ার সুযোগ পাবো ভাবিনি। আমরা একসঙ্গে আনন্দঘন কিছু মুহূর্ত উপভোগ করলাম।

পুনর্মিলনীতে আরো অংশ নেন কুমিল্লার ডিসি মো. আবুল ফজল মীর, এসপি সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ সংবাদ