হিলিতে কমতে শুরু করেছে পেয়াজের দাম

ছামিউল ইসলাম আরিফ,হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে পেঁয়াজের সরবরাহ বেশি থাকায় কমতে শুরু করেছে পেয়াজের দাম।কেজিতে ৫০ টাকা থেকে এক লাফে নেমেছে ৩০ টাকায়। এতে বিপাকে পড়েছেন দিনাজপুরের হিলি স্থলবন্দরের ভারতীয় পেঁয়াজ আমদানিকারকরা। দাম কম থাকায় বাজারে দেশি পেঁয়াজের চাহিদাও বেশি। এ কারণে সাড়ে পাঁচ মাস পর ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হলেও লাভের মুখ দেখছেন না আমদানিকারকরা।

পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, দুই দিন আগে খুচরা বাজারে যে পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হয়েছে ৫০-৬০ টাকায়। তা এখন বিক্রি হচ্ছে ২৮-৩০ টাকায়।
ক্রেতা আব্দুল মালেক বলেন, পেঁয়াজের দাম কমায় স্বস্তি পাচ্ছি। আজ পাঁচ কেজি কিনে রাখলাম।
পেঁয়াজ আমদানিকারক সাইফুল ইসলাম জানান, সাড়ে পাঁচ মাস পর ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হলেও ক্রেতা সংকটে পড়েছেন তারা। এভাবে দাম কমলে লোকসান গুনতে হবে তাদের।
হিলি পানামা পোর্টের তথ্য অনুযায়ী, দুইদিনে হিলি বন্দর দিয়ে ভারত থেকে ৪৫ ট্রাকে ৯২৮ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।

সর্বশেষ সংবাদ