পাবনা সাঁথিয়ায় ব্র্যাকের-UPG প্রোগ্রাম এর উদ্যোগে ১০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

রায়হান কবির রবির, ক্রাইম রিপোর্টার, উত্তরবঙ্গ নিউজ, জেলা প্রতিনিধি, বগুড়া: আজ ০২/০৪/২০২০ই রোজ বৃহস্পতিবার সকাল ১০টায় করোনা ভাইরাস(কোভিড-১৯) প্রতিরোধে ব্র্যাক-UPG প্রোগ্রাম সাঁথিয়া,পাবনা শাখার উদ্যোগে রামচন্দ্রপুর,দাড়ামুদা,জোড়গাছা, হাপানিয়া,গোপালপুর, ধোপাদহ ও হলুদঘর গ্রামে সামাজিক ৩ ফুট দূরত্ব বজায় রেখে চলার জন্য গ্রামবাসীর মধ্যে জনসচেতনতা তৈরী করা হয়, সেই সাথে কর্মহীন মানুষদের মাঝে ব্র্যাকের সদস্যগন ১০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করে এবং সাঁথিয়া এলাকায় বিভিন্ন রাস্তায় জীবানুনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করে। এ সময় উপস্থিত ছিলেন শাখা ব্যাবস্থাপক-UPG এর আব্দুল মোমিন, তিনি এসময় বলেন, করোনা ভাইরাসের প্রকোপে বাংলাদেশ সহ সারা বিশ্ব এখন বড় সংকটও বিপর্যয়ের মধ্যে কাটাচ্ছে, যতদিন পর্যন্ত এই জরুরী অবস্থা থাকবে ততদিন আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এই প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন, এস,এম,আশিকুজ্জামান, কর্মসূচি সংগঠক -UPG মোঃনুরুল আমীন, কর্মসূচি সংগঠক -UPG পৌলমী সানজানা, কর্মসূচি সংগঠক -UPG নাজমীন নাহার মিলু, কর্মসূচি সংগঠক -UPG এছারা আরও উপস্থিত ছিলেন অত্র গ্রামের সাধারন জনগন।

সর্বশেষ সংবাদ