পাবনা জেলার সাঁথিয়ায় ব্র্যাকের-UPG প্রোগ্রাম এর উদ্যোগে জনসচেতনতা মূলক প্রচারণা

মোঃ রায়হান কবির রবিন,ক্রাইম রিপোর্টার, বগুড়া জেলা: কোভিড-১৯ মোকাবেলা করার জন্য হ্যান্ড মাইকের মাধ্যমে গ্রামে গ্রামে সচেতনতা চালানো হচ্ছে। করোনা ভাইরাস(কোভিড-১৯) প্রতিরোধ করতে ব্র্যাক-UPG প্রোগ্রাম সাঁথিয়া,পাবনা শাখার উদ্যোগে রামচন্দ্রপুর,দাড়ামুদা,জোড়গাছা, হাপানিয়া,গোপালপুর,ধোপাদহ,ও হলুদঘর গ্রামে বাংলাদেশ সরকারের নির্দেশ ক্রমে সবাইকে ঘরে থাকতে অনুরোধ করা হচ্ছে।কেউ যেন বিনাপ্রয়োজনে ঘরের বাহিরে বের না হয় এবং অযাথা বাজার ঘাটে আড্ডা না দেয় এই ব্যাপারে জনসচেতনতা তৈরী করা হয়। এছাড়া সামাজিক ৩ফুট দূরত্ব বজায় রেখে চলার জন্য গ্রামবাসী কে অনুরোধ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোঃআব্দুল মোমিন, শাখা ব্যাবস্থাপক-UPG ০৬-০৪-২০২০ইং তারিখ রোজ সোমবার বিকেল ০৪:৩০ মিনিটে, তিনি বলেন করোনা ভাইরাস মোকাবেলার জন্য আমরা ব্র্যাকের-UPG প্রোগ্রামের উদ্যোগে সাঁথিয়া উপজেলার বিভিন্ন গ্রামে জনসচেতনতা মুলক কাজ করে যাচ্ছি। মোঃনুরুল আমীন, কর্মসূচি সংগঠক -UPG পৌলমী সানজানা, কর্মসূচি সংগঠক -UPG নাজমীন নাহার মিলু, কর্মসূচি সংগঠক -UPG প্রচার ও সার্বিক সহযোগিতায় এস,এম,আশিকুজ্জামান কর্মসূচী সংগঠক UPG

সর্বশেষ সংবাদ