প্রশাসনের তোয়াক্কা না করেই পাবনার সাঁথিয়ায় রাস্তা, হাট বাজারে মানুষের ঢল

রায়হান কবির রবিন, উত্তরবঙ্গ নিউজ, জেলা প্রতিনিধি, বগুড়াঃ আজ ১৮/০৪/২০ইং রোজঃ শনিবার, উপরের ছবিতে পাবনা জেলার সাঁথিয়া উপজেলা সদরের আজকের সকালের দৃশ্য। সাঁথিয়া উপজেলা সদরের বাজারে আজ সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় সাধারন দিনের মত মানুষ অবাদে চলা ফেরা করছে। চলছে ইটের ভাটা গামী মাটির ট্রাক। সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে বেপরোয়া ভাবে মানুষ ও সাধারন বাহনের চলাফেরা, সাঁথিয়াতে প্রতিনিয়ত বেড়েই চলছে। বাজারের ভিতরে গিয়ে দেখা যায় প্রশাসনিক নিয়ম না মেনে, খাবারের হোটেল, মিষ্টির দোকান,কাপড়ের দোকান সহ নানান দোকানপাট খোলা রাখা হয়েছে, এতে বাজারে প্রচুর জনসমাগম হচ্ছে। এদিকে রাস্তাঘাটে খেয়াল করলে দেখা গেছে, সাধারন দিন গুলোর মত সাঁথিয়া থেকে মাথপুর গামী সি,এন,জি ছেড়ে যাচ্ছে প্রতিনিয়ত। এদিকে পাবনা তে একজন করোনাভাইরাস আক্রান্ত রুগি সনাক্ত হয়েছে। এছাড়া ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আনুমানিক ৪০/৪৫ জন মানুষ রাতের অাঁধারে ট্রাক যোগে গত ৭/৮ দিন আগে পাবনা জেলার বিভিন্ন অঞ্চলে এসে পৌঁছেছে । প্রশাসনের কড়া নজরদারী থাকলেও সাধারন মানুষ তা সঠিক ভাবে মানছে না, সাঁথিয়াতে এক ব্র্যাক কর্মকর্তা, এস,এম আশিকুজ্জামানের সাথে কথা বললে, তিনি বলেন, এখনো যদি মানুষ সাবধানতা অবলম্বন না করে, তাহলে করোনা ঝুকি দিন দিন বেড়েই চলবে, আমাদের কে দেখতে হবে মৃত্যুর মিছিল।

সর্বশেষ সংবাদ