নড়াইলে বাড়ছে করোনা সংক্রমণ,একদিনে আরও ১৯ জন আক্রান্ত

উত্তরবঙ্গ নিউজ ডটকম: দিন যতই যাচ্ছে নড়াইলে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বুধবার জেলার করোনা রিপোর্ট অনুযায়ী একদিনেই নতুন করে আরও ১৯ জন সংক্রমিত হওয়ার তথ্য পাওয়া গেছে এর মধ্যে নড়াইলের লোহাগড়া উপজেলায় ১৮ জন ও সদর উপজেলার শেখহাটি ইউনিয়নে ১ জন।

নড়াইল জেলা সিভিল সার্জন ডাঃ আব্দুল মোমেন এ তথ্য নিশ্চিত করেন। জেলা সিভিল সার্জন সূত্র
জানায়,নড়াইল সদরের শেখহাটিতে ১ জন ও লোহাগড়ায় উপজেলায় ১৮ জন সহ নড়াইলে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছে ১৯৮ জন। এদের মধ্যে সুস্থ্য হয়েছে ৬৭ জন এবং জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৭ জন। এখন পর্যন্ত নড়াইলে বর্তমানে ১২৪ জন আক্রান্ত রয়েছেন। এরা সবাই সুস্থ্য আছেন এবং তারা নিজেদের বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছে।

এদিকে নড়াইল জেলাতে সংক্রমণ বাড়ায় লোহাগড়া উপজেলার পৌর এলাকা ও নড়াইলের পৌরসভা এলাকার আলাদাতপুর, মহিষখোলা,ভওয়াখালী,কুড়িগ্রামের বাসিন্দাদের আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে নড়াইল জেলা করোনা মোকাবেলা প্রতিরোধ কমিটি। এসব এলাকার সকল নাগরিককে খুব সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ