রামুর হিমছড়ি থেকে র‍্যাবের অভিযানে সাড়ে চার কোটি টাকা মূল্যের ইয়াবা আটক

কক্সবাজার রামু উপজেলার হিমছড়ি পর্যটন এরিয়া থেকে কক্সবাজার র‍্যাব-১৫ অভিযান চালিয়ে ৯০ হাজার ইয়াবা সহ টেকনাফ উপজেলার হেয়াইক্ষ্যং এর মৃত নুরুচ্ছালামের ছেলে দেলোয়ার হোসেন (২৮) কে গ্রেফতার করা হয়।

৯ জুলাই (মঙ্গলবার) বিকাল ৪ ঘটিকার সময় র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কতিপয় মাদক ব্যবসায়ী টেকনাফ হতে ট্রলার যোগে হিমছড়িতে ইয়াবার বড় চালানের খবর পেয়ে র‍্যাব-১৫ এর চৌকস একটি দল অভিযানে নামে।

অভিযানিক র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দেলোয়ার হোসেনকে আটক করে। তল্লাশী করে প্লাস্টিকের বস্তায় বিশেষ কায়দায় লোকানো ৯০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৫০ লক্ষ টাকা প্রায়। এই ব্যাপারে সংশ্লিষ্ট মাদক আইনের মামলায় উদ্ধারকৃত মাদকসহ ধৃত মাদক কারবারীকে রামু থানায় সোর্পদ করা হয়েছে এবং পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।

সর্বশেষ সংবাদ