সাতক্ষীরা সীমান্তে ৫ স্বর্ণের বারসহ নারী আটক

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৫৯৬ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বারসহ মোছা. আছিয়া বেগম (৬৫) নামে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (১৫ জুলাই) সকাল ৭টায় সাতক্ষীরা সদর উপজেলার ভোমরার ফল মোড় থেকে তাকে আটক হয়। আছিয়া বেগম সাতক্ষীরা শহরের ইটাগাছার মৃত নিয়ামুদ্দিন সরদারের স্ত্রী।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির টহল কমান্ডার নায়েক ওয়াহিদ হোসেন এর নেতৃত্বে একটি টহল দল সীমান্তের মেইন পিলার ৩ থেকে ৫০০ গজ অভ্যন্তরে ভোমরা ফল মোড়ে অভিযান চালিয়ে আছিয়া বেগমকে ৫৯৬ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বারসহ আটক করে। আটক স্বর্ণের মূল্য ৩৪ লাখ ৯ হাজার ১২০ টাকা।

তিনি আরও জানান, আটক নারীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ এবং জব্দকৃত স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।

 

সর্বশেষ সংবাদ