চলনবিলে পিকনিকের নৌকায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

এ এইচ খোকন চলনবিল প্রতিনিধিঃচলনবিলের গুরুদাসপুর উপজেলার বিলসা “মা জননী সেতু” এলাকায়  পিকনিকের  নৌকায় অশ্লীল নৃত্য ও বিকট শব্দ দূষণের দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা করেছেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেন।
চলনবিলের প্রাণকেন্দ্র পর্যটন খ্যাত বিলসা ব্রীজ যা “মা জননী সেতু” নামে পরিচিত। বিলসা থেকে তাড়াশ উপজেলার সাথে সংযোগ এই সেতু৷ বন্যার কারনে চলনবিল নবযৌবন ফিরে পেয়েছে। নীল আকাশ আর চলনবিলের অপরুপ দেখার জন্য ভ্রমন পিপাষুরা পরিবার পরিজন নিয়ে এই রুপ লাবন্য প্রকৃতির লীলাভুমি চলনবিল দেখতে এসে পরতে হয় বিপত্তিতে।এই বিপত্তি থেকে সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার জন্য আইনি সহায়তা চান ভ্রমণ পিপাসুরা। আইনি সহায়তায়  এগিয়ে আসেন মানবতাবাদী করোনা যোদ্ধা গুরুদাসপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপস্থিত পিকনিকে আসা উশৃংখল তরুনদের অশ্লীল নৃত্য ও শব্দ দুষনের অভিযোগে  জরিমানা করেন। এবং অশ্লিল নৃত্য, ও বিকট শব্দদূষণ বন্ধের নিষেধাজ্ঞা দেন।

সর্বশেষ সংবাদ