হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিস্কার করে ঘুষ নেয়া ওসি প্রত্যাহার

হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিস্কার করে ঘুষ নেওয়া লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলমকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় লালমনিরহাটের এসপি আবিদা সুলতানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলমের ঘুষ নেয়ার আগে হাত স্যানিটাইজ করার সাত মিনিটের একটি ভিডিও ঝড় তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়।

লালমনিরহাটের এসপি একজন অ্যাডিশনাল এসপিকে বিষয়টি খতিয়ে দেখে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এরপরই ওসি মাহফুজ আলমকে প্রত্যাহার করা হয়।

ভিডিওতে দেখা যায়, ওসি মাহফুজ করোনার ব্যাপারে বেশ স্বাস্থ্য সচেতন। প্রতিপক্ষকে শায়েস্তা করতে মামলা দেয়ার জন্য ওসিকে ঘুষ দেন আরেকপক্ষ। সেই ঘুষের টাকা ও হাত দুটি স্যানিটাইজ করেন ওসি মাহফুজ। ওই সময় ওসিকে বলতে শোনা যায়, টাকার মাধ্যমে বেশি ছড়াচ্ছে।

জানা যায়, ওসি মাহফুজ এই ঘুষ নিয়েছেন একটি মামলার আসামি পক্ষের লোকজনের কাছ থেকে। আসামিকে তিনি গ্রেফতার করেননি, উল্টো আসামির কাছ থেকে টাকা নিয়ে ওই মামলার বাদীকেই হয়রানির জন্য তিনি ওই ঘুষ নিয়েছিলেন।

 

সর্বশেষ সংবাদ