শুরু হচ্ছে পাসপোর্ট আবেদন গ্রহণ

পাঁচ মাস বন্ধ থাকার পর আবারও পাসপোর্ট আবেদন গ্রহণসহ সকল কার্যক্রম সীমিত আকারে চালুর ঘোষণা দিয়েছে পাসপোর্ট অধিদপ্তর।

অফিস কর্মকর্তাদের উদ্দেশ্যে পাঠানো এক নোটিশে পাসপোর্ট অধিদপ্তর জানায়, স্বাস্থ্যবিধি অনুসরণ করে সীমিত আকারে ই-পাসপোর্ট এবং এমআরপি পাসপোর্টের নতুন করে আবেদন গ্রহণ, রি-ইস্যু কার্যক্রম অনতিবিলম্বে চালু হবে। তবে কবে চালু হবে এই বিষয়ে কোন তারিখ ঘোষণা করা হয়নি।

পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের উদ্দেশে পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক সাইদুর রহমানের স্বাক্ষরিত এক নোটিশে এই আদেশ জারি করা হয়েছে।

করোনা পরিস্থিতির কারণে ২৬ মার্চ থেকে সকল নতুন আবেদনের  কার্যক্রম বন্ধ রাখে পাসপোর্ট অধিদপ্তর।  তবে ৩১ মে থেকে শুধুমাত্র সীমিত আকারে রি ইস্যু কার্যক্রম চালু রেখেছে পাসপোর্ট অধিদপ্তর।

 

সর্বশেষ সংবাদ