প্রকৃতির অনন্য রুপে শরতের চলনবিল

এ এইচ খোকন চলনবিল প্রতিনিধিঃ পাবনা, নাটোর,  ও সিরাজগঞ্জ জেলার বিস্তৃত ৯টি উপজেলার অংশ জুড়ে যে জলাভূমি, বর্ষা এবং বর্ষা পরবর্তী সময়ে দেখা যায় সেটাই বিখ্যাত চলনবিল। শুস্ক মৌসুমে এসব বিলে পানি থাকে না। তখন চাষাবাদ চলে বিলের জমিতে। তবে বর্ষায় কানায় কানায় পানিতে পরিপূর্ণ থাকে। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চলনবিল ভ্রমণের উপযুক্ত সময়। আসলে চলনবিল অনেকগুলো ছোট ছোট বিলের সমষ্টি। বর্ষায় এই বিলগুলোতে জলপ্রবাহ বেড়ে একসঙ্গে বিশাল এক বিলের সৃষ্টি হয়। বর্তমানে সিরাজগঞ্জ জেলার তাড়াশ, উল্লাপড়া, শাহাজাদপুর, পাবনা জেলার চাটমোহর,ভাঙ্গুরা এবং নাটোর জেলার গুরুদাসপুর, বড়াইগ্রাম, নলডাঙ্গা, সিংড়া উপজেলা জুড়ে এ বিলের বিস্তৃতি। বিলের দক্ষিণ-পূর্ব প্রান্ত পাবনা জেলার নুন নগরের কাছে অষ্টমনীষা পর্যন্ত বিস্তৃত। এর প্রশস্ত তম দিকটি উত্তর-পূর্ব কোনাকুনি। নাটোরের গুরুদাসপুর থেকে গুমানী পাড়ের কাছিকাটা পর্যন্ত এ বিলের সবচেয়ে বড় অংশ, যা প্রায় চব্বিশ কিলোমিটার দীর্ঘ। নাটোরের গুরুদাসপুর, সিংড়ার পূর্বপ্রান্ত থেকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ভাদাই নদীর পূর্ব পাড় পর্যন্ত বিলের পূর্ব সীমানা। চলনবিলের সবচেয়ে বড় অংশ পড়েছে নাটোরের সিংড়া,গুরুদাসপুর, নলডাঙ্গা উপজেলায়। সিরাজগঞ্জের  উল্লাপড়া, শাহাজাদপুর ও তাড়াশ উপজেলার বিশাল অংশ জুড়ে রয়েছে চলনবিলের অংশ বিশেষ। চলনবিলের বেশ কয়েকটি বিল পড়েছে এ উপজেলায়। সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর থেকে বনপাড়া সড়কে প্রবেশ করলে কিছু দূর যাওয়ার পর চলনবিলের যে অংশের দেখা মিলবে সেটাও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মধ্যে। এখান থেকে দক্ষিণ দিকের পুরো অংশটাই এই জেলার অন্তর্গত চলনবিল। পাবনার চলনবিল চাটমোহর উপজেলা সদর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত চলনবিলের অংশ। গাজনা, বড়, সোনাপাতিলা, ঘুঘুদহ, চিরল, গুরকা ইত্যাদি বড় আকারের বিলগুলোর অবস্থান পাবনা জেলায়। সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে বনপাড়া পর্যন্ত দীর্ঘ সড়ক তৈরি হয়েছে চলনবিলের বুকেই। সড়কের দুপাশে বর্ষার সময়ে যেদিকে চোখ যায় শুধু অথৈই জলরাশি ৷
এই শরতে বিল অঞ্চলে বেড়াতে গিয়ে দারুন আনন্দ পাবেন আপনি।চলনবিলের ঢেউ খেলানো পানিতে ভাসছে অসংখ্য শাপলা ফুল৷ বিলের আশপাশের একটু উঁচু অনাবাদি জমিতে দিনভর বাতাসে দোল খায় কাশফুল।মনের কোণে এসে জেগে উঠবে ‘কাশের বনে ঢেউ খেলিয়ে তুফান মেল যায়’ গানের কথাগুলো। এই শরতে বেড়ানোর জন্য চলনবিলের তাড়াশ, গুরুদাসপুর,সিংড়া কিংবা এর আশপাশের এলাকা বেছে নিতে পারেন নিশ্চিন্তে।ছবির মতো রূপ দেখে হয়তো আপনার মনে জেগে উঠবে৷ শরতে বিল অঞ্চল অফুরন্ত পানি আর আকাশ দেখে মনে হবে কে যেনো রং তুলি নিয়ে সাদা আর নীলের সংমিশ্রণ ৷

সর্বশেষ সংবাদ