খুলনায় একযোগে ৪৯ হাজার বৃক্ষরোপণ

খুলনার কয়রায় একযোগে রোপণ করা হলো ৪৯ হাজার বৃক্ষ। স্বাধীনতার ৪৯ বছর উপলক্ষে ব্যতিক্রমধর্মী এ কার্যক্রমের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান স্থানীয় সংগঠকরা।

গিভ বাংলাদেশ ‘ আমরাই বাংলাদেশ এবং বন্ধু ফাউন্ডেশন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

‘শক্ত করি বাংলাদেশ’ এই স্লোগানে খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় একযোগে ৪৯ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে। সামাজিক সংগঠন গিভ বাংলাদেশ ‘ আমরাই বাংলাদেশ এবং বন্ধু ফাউন্ডেশন যৌথভাবে এ কার্যক্রম চালায়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায়, রাস্তা এবং বেড়িবাঁধের পাশে বনজ, ফলদ ও ওষধি গাছ রোপণ করা হয়।

বন্ধু ফাউন্ডেশনের সদস্য মুকিম চিশতী বলেন, আম্পান এবং ঝড়ের কারণে অনেক গাছে নষ্ট হয়ে গেছে। এ কারণে আমরা গাছ রোপন করছি।

কয়রার মানব কল্যাণ ইউনিটের সভাপতির আলামিন ফরহাদ বলেন, আমাদের টিমের নিয়ম হচ্ছে যে যেখানে গাছ লাগাবে, সেই গাছ তারা প্রোটেক্ট করবে। এই শর্তে সবাই গাছ লাগাচ্ছে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে লোনাপানি সহিষ্ণু বৃক্ষরোপণ বাড়ানোর কথা জানান স্থানীয় সংসদ সদস্য।

খুলনা-৬ আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান বাবু বলেন, নদীর পাশে যে বেড়িবাঁধ হবে সেখানে আমরা ফলজ, বনজ ও ওষুধি সব ধরণের গাছ লাগাবো।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) কয়রা উপজেলার সাতটি ইউনিয়নে ২শ’ টি স্থানে ৪ হাজার স্বেচ্ছাসেবক একযোগে ফলদ বনজ ও ওষুধি গাছ রোপণ করেন।

সর্বশেষ সংবাদ