৩ দিনে ভারতে গেল ১৯৭ টন ইলিশ

বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকলেও গত তিন দিনে ভারতে ১৯৭ মেট্রিকটন ইলিশ রফতানি হয়েছে। সংকটের কারণে গত আট বছর ধরে দেশের বাইরে ইলিশ রফতানি নিষেধাজ্ঞা থাকলেও বন্ধুত্বের সম্পর্ক জোরদার রাখতে গত দুই বছর ধরে ভারতের পশ্চিমবঙ্গে ধর্মীয় উৎসব পূজা উপলক্ষে ইলিশ দিচ্ছে বাংলাদেশ সরকার।

গত বছরের ২৯ সেপ্টেম্বর ৫০০ মেট্রিকটন ইলিশ দেয়। এ বছর পরিমাণ বাড়িয়ে শারদীয় দুর্গা পূজার আগেই গত ১৪ সেপ্টেম্বর থেকে প্রতিশ্রুতির ১৪৫০ মেট্রিকটন ইলিশ যাওয়া শুরু করেছে ভারতে।

প্রথম চালানে গত ১৪ সেপ্টেম্বর ৪১ মেট্রিকটন, ১৫ সেপ্টেম্বর ৬০ মেট্রিকটন, ও ৯৬ মেট্রিকটন ১৬ সেপ্টেম্বর ইলিশ ভারতে প্রবেশ করেছে। আগামী ১০ অক্টোবরের মধ্যে বাকি ইলিশ ভারতে রফতানির নির্দেশনা রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের। বাংলাদেশের ৯ জন রফতানিকারক ইলিশ রফতানিতে সরকারের কাছ থেকে অনুমতি পেয়েছে।

এদিকে ভারতে ইলিশ রফতানি হওয়ায় সংকট দেখা দিয়েছে বাজারে। গত সপ্তাহে যে ইলিশের কেজি ছিল ৬০০ টাকা তা রাতারাতি বেড়ে দাঁড়িয়েছে হাজার টাকায়।

সাধারণ ক্রেতারা বলছেন, বন্ধুত্বের কারণে নিজেদের সংকট থাকা সত্ত্বেও পূজাতে বাংলাদেশ ভারতকে ইলিশ দিচ্ছে কিন্তু ভারত নিত্য প্রয়োজনীয় খাবার পেঁয়াজ বন্ধ করে দিয়েছে। এমন আচরণে বাংলাদেশিরা কষ্ট পেয়েছেন।

ইলিশ রফতানিকারকের প্রতিনিধি সিঅ্যান্ডএফ এজেন্ট ইমি এন্টার প্রাইজের কবীর হোসেন জানান, গত তিন দিন ধরে তারা ভারতে ইলিশ রফতানি করছেন। রফতানিতে কোন বাধা সৃষ্টি হয়নি।

বেনাপোল কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আকসার উদ্দীন মোল্লা জানান, তিন দিনে ১৯৭ মেট্রিকটন ইলিশ ভারতে রফতানি হয়েছে। শুল্ক মুক্ত সুবিধায় এ ইলিশ ভারতে যাচ্ছে।

সর্বশেষ সংবাদ