বেনাপোলে ১৩টি সোনার বারসহ নারী আটক

ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্তের অগ্রভুলোট থেকে দেড় কেজি ওজনের ১৩টি সোনার বারসহ পপি বেগম নামে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা সোনার বারসহ তাকে আটক করে।

পরে বিকেল ৫টা ৮ মিনিটে সোনার বার আটকের বিষয়টি সংবাদকর্মীদের জানানো হয়। আটক পপি বেগম বেনাপোল পোর্টথানাধীন পুটখালী গ্রামের কামালের স্ত্রী।

বিজিবি জানায়, তাদের কাছে গোপন তথ্য আসে সীমান্তপথে সোনার একটি চালান ভারতে পাচার হবে। পরে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়। এক পর্যায়ে সন্দেহভাজন নারী সীমান্তে অতিক্রমের চেষ্টাকালে তাকে ধরা হয়। পরে তার শরীর তল্লাশি করে দেড় কেজি ওজনের ১৩ টি সোনার বার পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনজুর এলাহী বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের বিরুদ্ধে সোনাপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানায় সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ