গণবি’র প্রাণরসায়ন বিভাগের নতুন চেয়ারম্যান ড. ফুয়াদ

গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. মো. ফুয়াদ হোসেন। বুধবার (০৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের এক আদেশে তিনি এই দায়িত্ব পান।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. এস. তাসাদ্দেক আহমেদ স্বাক্ষরিত দাপ্তরিক আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ড. মো. ফুয়াদ হোসেনকে গণ বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

উল্লেখ্য, ড. ফুয়াদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন। পরে তিনি শ্রীলংকার প্রেসিডেন্টসিয়াল স্কলারশিপ নিয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

আন্তর্জাতিক আইএসআই ইন্ডেক্সট জার্নালে তার ২৩টি পূর্ণ গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তার গবেষণা প্রবন্ধগুলোতে ১৪১টি সাইটেশান ও ১৩ হাজারের বেশি ভিউ রয়েছে। এছাড়া তিনি দেশে ও বিদেশে একাধিক আন্তর্জাতিক কনফারেন্সে প্রবন্ধ উপস্থাপন করে আসছেন।

সর্বশেষ সংবাদ