রৌমারীতে নুরপুর দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে অপপ্রচার:এলাকাবাসীর প্রতিবাদ

রৌমারী ( কুড়িগ্রাম)  প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলাড সীমান্তবর্তী নুরপুর রহমানিয়া দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রিয়াজুল হকের বিরুদ্ধে একটি কুচক্রী মহল অপপ্রচার চালাচ্ছে। শুধু অপপ্রচার চালিয়ে তারা ক্ষান্ত হননি ইউএনও বরাবর দিয়েছেন ও অভিযোগ। এদিকে লিখিত অভিযোগ দেওয়ার ৪ দিন পর প্রত্যাহার করে নিয়েছেন ওই স্বার্থনেষী মহল।সম্প্রতি মাদ্রাসার ২ টি পদ নিয়োগ কে কেন্দ্র করে তার প্রতিপক্ষের কিছু স্বার্থনেষী মহল একত্র হয়ে তার বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন  ষড়যন্ত্র মুলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। বিভিন্ন সুত্রে জানা যায়,  মাওলানা রিয়াজুল হক একজন সহজ -সরল ও সাদা মনের মানুষ। তাকে সৎ ও ভাল মানুষ বলে এলাকার লোকজন তাকে চেনে জানে। নওদাপাড়া গ্রামের আলী আকবর, সামিউল ইসলাম, নতুনবন্দর গ্রামের আব্দুল আওয়াল ও চান্দারচর গ্রামের রহমতুল্লাহ বলেন, আমরা ব্যক্তিগত ভাবে মাওলানা রিয়াজুল হক কে চিনি। তিনি একজন ভদ্র স্বভাবের মানুষ। তার বিরুদ্ধে নিউজ দেখার পর আমরা বিস্ময় হয়েছি।  মাওলানা রিয়াজুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি এসব মিথ্যা, ভুয়া ও ভিত্তিহীন অপপ্রচারের বিভ্রান্ত না হতে সকলের প্রতি অনুরোধ জানান। এদিকে মাওলানা রিয়াজুল হকের জীবন যাপন ও ব্যবহারের কারনে চর বামনের চর গ্রামে সৎ ব্যক্তি হিসাবে তিনি ব্যাপক পরিচত। কিন্তু এই মানুষটির পিছনে ও এক শ্রেনীর স্বার্থনেষী মহল বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এই লোকের বিরুদ্ধে ষড়যন্ত্র কোন ভাবেই মেনে নিচ্ছে না সচেতন মহল।

সর্বশেষ সংবাদ