কুড়িগ্রামে ভিজিডির আত্নসাতকৃত অর্থ ফেরতের দাবিতে দু;স্থ নারীদর মানববন্ধন

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে সরকারের ভিজিডি কর্মসূচি বাস্তবায়নকৃত এনজিও কিরারা নো কাই কর্তৃক দু:স্থ নারীদের আত্মসাতকৃত অর্থ ফেরতের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয় উপকারভোগী নারীরা। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘনটাব্যাপি মানববন্ধনে অংশ নেয় ভিতরবন্দ ও হাসনাবাদ ইউনিয়নের কয়েকশত উপকারভোগী দু:স্থ নারী। মানববন্ধনের সমাবশে বক্তব্য রাখেন- ভুক্তভোগী নারীদের পক্ষে ফাতেমা আক্তার, ঝরনা বেগম, ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল হক খনদকার বাচ্চু, হাসনাবাদ ইউপি চেয়ারম্যান গোলাম মওলা আজাদ বাবলু, নাগরিক কমিটির সভাপতি প্রভাত কুমার ভৌমিক প্রমুখ। মানববন্ধন ও সমাবেশ শেষে দু:স্থ উপকারভোগী নারীরা একটি মিছিল সহকারে আত্মসাতকৃত অর্থ ফেরতের দাবি সম্বিলিত একটি স্মারকলিপি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমানর কাছ হস্তান্তর করেন। সমাবেশে বক্তারা বলেন, ২০১৭-২০১৮ সালের ভিজিডি চক্রের হাসনাবাদ, ভিতরনদ, নেওয়াশী, সন্তোষপুরসহ কয়েকটি ইউনিয়নের প্রায় ৩ শতাধিক দু:স্থ নারী উপকারভোগিদের সঞ্চয়ী অর্থ ব্যাংকে জমা না করে বাস্তবায়নকৃত এনজিও কিরারা নো কাই আত্মসাৎ করেন। সেই অর্থ ফেরতের জন্য দুঃস্থ নারীরা মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে অনেকবার যোগাযোগ করেও এইসব দু:স্থ মহিলারা তাদের জমা কৃত প্রায় ১৫ লাখ টাকা ফেরত পায়নি। এরই দাবিতে তারা মানববন্ধন কর্মসূচি গ্রহণ করেন।

সর্বশেষ সংবাদ