ফেনীতে ‘উত্ত্যক্ত করায় অপমানে’ কিশোরীর আত্মহত্যা

ফেনীতে ‘উত্ত্যক্ত করায় অপমানে’ ১৩ বছরের এক কিশোরী বিষপানে আত্মহত্যা করেছে।

শুক্রবার রাতে ফেনী থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মৃত রুমা চৌধুরী (১৩) ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের দক্ষিণ শ্রীচন্দপুর গ্রামের গোপাল চৌধুরীর মেয়ে এবং স্থানীয় এক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

কিশোরীর পরিবার বরাত দিয়ে ফুলগাজী থানার উপ-পরিদর্ক (এসআই) মোশাররফ হোসেন জানান, গত ৩১ অক্টোবর দুপুরে রুমা পরিবারের সদস্যদের সাথে জিএম হাট ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামে তার এক আত্মীয়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে যায়।

“দুপুরে খাওয়ার পর রুমা পাশের ঘরে এক ঘরে গেলে উত্তম কুমার আকাশ (৪০) নামে তাদের এক আত্মীয় তাকে একা পেয়ে অনৈতিক প্রস্তাব দেয়। তাতে সাড়া না দেওয়ায় অশ্লীল কথা বলে উত্ত্যক্ত কিশোরীকে অপমান করে।”

এ অপমান সইতে না পেরে রুমা বাড়ি ফেরার পর সন্ধ্যায় বিষপান করে। পরিবারের লোকজন তা টের পেয়ে দ্রুত ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে তাকে। ছয় দিন হাসপাতালে চিকিৎসার পর অবস্থার অবনতি হলে শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ফুলগাজী থানার ওসি মোহাম্মদ কুতুব উদ্দীন জানান, রুমার বাবা গোপাল চৌধুরী বাদী হয়ে শুক্রবার রাতে উত্তম কুমার আকাশকে আসামি করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে থানায় মামলা করেছেন।

আকাশ পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ বলেন তিনি।

সর্বশেষ সংবাদ